SAIL -এর তরফ থেকে জারি হয়েছে দুর্দান্ত এক নিয়োগ (SAIL Recruitment 2023) এর বিজ্ঞপ্তি। একই সঙ্গে কয়েক প্রকার পদ তথা ক্ষেত্রে নেওয়া হবে কর্মী। আপনারা অনেকেই আছেন যারা ভালো কোনো সংস্থা তথা কোম্পানির সঙ্গে যুক্ত হতে চান এবং সেখানে কাজ তথা চাকরি করতে চান। এটি তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ।
কোন্ সংস্থা নিয়োগ করবে: দেশের অন্যতম বিখ্যাত সংস্থা তথা কোম্পানি স্টীল অথরিটি কোম্পানি/ Steel Authority of India Limited অর্থাৎ SAIL এই নিয়োগের আয়োজন করেছে।
কোন্ পদে নিয়োগ হচ্ছে: আবেদনকারী প্রার্থীদের Management Trainee হিসাবে নিযুক্ত করা যাবে। যেসব উপপদ তথা ক্ষেত্রে প্রার্থীরা নিযুক্ত হবে –
1. মাইনিং ইঞ্জিনিয়ারিং
2. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
3. সিভিল ইঞ্জিনিয়ারিং
4. কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
5. মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি
বেতনক্রম কত থাকবে: আপনাদের কর্মী হিসাবে নিয়োগ করার পর মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। কর্মী পিছু মাসিক বেতন 50,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
কীভাবে আবেদন করবেন: আপনি কি এই দুর্দান্ত নিয়োগে অংশগ্রহণ করতে চান? তবে নিচে অনলাইন আবেদন পদ্ধতি আলোচনা করা হয়েছে, ফলো করুন।
1. অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর আপনাদের সকল তথ্য দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করুন।
2. নিজেদের নাম, একটি মোবাইল নম্বর এবং ইমেল, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার বিবরণ ইত্যাদি এক এক করে প্রদান করুন।
3. যদি আপনাদের কোনো ডকুমেন্ট এবং পাসপোর্ট সাইজের রঙিন ফটো, সিগনেচার আপলোড করতে বলে, তবে সেগুলি আপলোড করুন
4. একেবারে শেষে সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে দিন।
কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন: আপনারা এখানে আবেদন জানাতে চাইলে আপনাদের গ্রাজুয়েট হতে হবে অর্থাৎ, গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
বয়সসীমা কত হতে হবে: আপনাদের বয়স 18-28 বছর বয়সের মধ্যে হলেই আপনারা আবেদন জানাতে পারেন।
বয়সে ছাড়: রিজার্ভ ক্যাটাগরির অন্তর্ভুক্ত প্রার্থীরা আবেদন করার সময় বয়সের ঊর্ধ্বসীমা তে বিশেষ ছাড় পাবেন। SC/ST ক্যাটাগরির অন্তর্ভুক্ত প্রার্থীরা 5 বছরের এবং OBC ক্যাটাগরির অন্তর্ভুক্ত প্রার্থীরা 3 বছরের ছাড় পাবেন।
আবেদনের তারিখ: আপনারা আবেদন জানাতে চাইলে আপনাদের আগামী 31/12/2023 তারিখের আগেই অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন/ বিজ্ঞপ্তি | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
অনলাইন আবেদন | ক্লিক করুন |