ইন্সুরেন্স কোম্পানিতে কর্মী নিয়োগ (Insurance Company Limited Job 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। অসংখ্য শূন্যপদে এখানে কর্মী নিয়োগ করা হবে। আপনিও কি একজন চাকরি প্রার্থী? আপনিও কি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং দীর্ঘদিন ধরে চাকরির খোঁজ করছেন? নিযুক্ত কর্মীরা মাসে সুউচ্চ হারে বেতন পাবেন। আসুন তবে আর দেরি না করে জেনে নিই নিয়োগের যাবতীয় খুঁটিনাটি।
কোন্ সংস্থা নিয়োগ করবে: ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (United India Insurance Company Limited) এই নিয়োগের আয়োজন করেছে।
কোন্ পদে নিয়োগ হবে: আবেদনকারী প্রার্থীদের অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে এখানে।
কত শূন্যপদ রয়েছে: মোট 300 টি শূন্যপদ রয়েছে যেখানে প্রার্থীদের অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে।
কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন: প্রার্থীদের গ্র্যাজুয়েশন পাশ অর্থাৎ গ্রাজুয়েট হতে হবে আবেদন জানাতে গেলে।
বয়সসীমা কত হতে হবে: আপনার বয়স 21 থেকে 30 বছর বয়সের মধ্যে হলেই আপনি আবেদন যোগ্য।
বেতনক্রম কত: কর্মীরা মাসে সর্বনিম্ন 22,405/- টাকা এবং সর্বোচ্চ 62,265/- টাকা পাবেন বেতন হিসাবে।
কীভাবে আবেদন করবেন: অনলাইন পদ্ধতি অবলম্বন করুন আবেদনের জন্য।
1. নিচে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং যাবতীয় তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
2. নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা ইত্যাদি তথ্য এক এক করে দিন।
3. নিজ নিজ ফটো, সিগনেচার অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এক এক করে আপলোড করুন।
4. একেবারে শেষে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে আবেদনের কাজ সম্পন্ন করুন।
আবেদনের তারিখ: অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 06/01/2024 তারিখের আগে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
অনলাইনে আবেদন | ক্লিক করুন |