বিদ্যুৎ নিগমে সরাসরি মেরিটের ভিত্তিতে নিয়োগ | Vidyut Nigam Recruitment 2023

বিদ্যুৎ নিগমের তরফে জারি হয়েছে নিয়োগ (Vidyut Nigam Recruitment 2023) এর বিজ্ঞপ্তি। যেসব চাকরি প্রার্থী চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা যেকোনো প্রান্ত থেকে এখানে আবেদন জানাতে পারেন। কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মেরিট এর ওপর ভিত্তি করেই সরাসরি নিয়োগ করে দেওয়া হবে প্রার্থীদের। আপনি কি আগ্রহী? নিচে বিস্তারিত বিবরণ আলোচনা করা হলো।

Vidyut Nigam Recruitment 2023

কীভাবে নিয়োগ হবে: কোনো রকম লিখিত পরীক্ষা কিংবা ইন্টারভিউ সংঘটিত হবে না। নিয়োগ হবে পুরোপুরি মেরিট এর ওপর ভিত্তি।করে।

কীভাবে আবেদন করবেন: অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং অনলাইনের মাধ্যমে আবেদন জানান। এক্ষেত্রে নিজের সকল তথ্য এবং ডকুমেন্ট সঙ্গে রাখবেন।

কোন্ সংস্থা নিয়োগ করবে: Satluj Jal Vidyut Nigam অর্থাৎ SJVN এই নিয়োগের আয়োজন করেছে।

কী কী পদ থাকবে: আপনাদের অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশ পদে নিযুক্ত করা যাবে। মূলত যেসব অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশ রয়েছে –

1. Technician Apprentice (Diploma)

শূন্যপদ সংখ্যা: এই পদে মোট 100 টি শূন্যপদ থাকবে।

কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন: আপনাদের পদ সম্পর্কিত ক্ষেত্রে ডিপ্লোমা সম্পন্ন করতে হবে।

বেতনের পরিমাণ: মাসিক বেতন অর্থাৎ স্টাইপেন্ড হিসাবে 8,000/- (আট হাজার) টাকা প্রদান করা হবে।

2. Technician Apprentice (ITI)

শূন্যপদ সংখ্যা: এই পদে মোট 125 টি শূন্যপদ থাকবে।

কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন: পদ সম্পর্কিত ক্ষেত্রে আইটিআই পাশ করতে হবে।

বেতনের পরিমাণ: এখানে মাসিক বেতন অর্থাৎ স্টাইপেন্ড এর পরিমাণ 7,000/- টাকা।

3. Graduate Apprentice

শূন্যপদ সংখ্যা: এই পদে মোট 175 টি শূন্যপদ রাখা হয়েছে।

কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন: পদ সম্পর্কিত ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।

বেতনের পরিমাণ: এই পদের ক্ষেত্রে মাসিক বেতন অর্থাৎ স্টাইপেন্ড 10,000/- টাকা।

আবেদনের তারিখ: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগামী 07/01/2024 তারিখের আগেই।

গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশনক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইটক্লিক করুন
অনলাইন আবেদনক্লিক করুন
WhatsApp GroupJoin Here
Telegram Channel Join Here
Facebook PageJoin Here

Leave a Comment