ISRO -তে জারি হয়েছে দুর্দান্ত নিয়োগ (ISRO Job Recruitment 2023) এর বিজ্ঞপ্তি। ISRO তথা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, অনেকেরই ইচ্ছে থাকে এরকম একটি স্বনামধন্য এবং বিখ্যাত ক্ষেত্রে চাকরি করার। এখানে আবেদন করার জন্য সুউচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন।
কোন্ সংস্থা নিয়োগ করবে: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space Research Organisation) অর্থাৎ, ISRO এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
কোন্ পদে নিয়োগ হবে: আবেদনকারী প্রার্থীদের টেকনিশিয়ান -বি পদে নিয়োগ করা হবে। এর অধীনে যেসব উপপদ অর্থাৎ ক্ষেত্র রয়েছে –
1. টেকনিশিয়ান -বি (ইনস্ট্রুমেন্ট মেকানিক)
2. টেকনিশিয়ান -বি (ফটোগ্রাফি)
3. টেকনিশিয়ান -বি (ডেস্কটপ পাবলিশিং অপারেটর)
4. টেকনিশিয়ান -বি (ইলেকট্রনিক মেকানিক)
5. টেকনিশিয়ান -বি (ইলেকট্রিক্যাল)
কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন: প্রার্থীকে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকতে হবে নিয়োগে অংশগ্রহণ করতে চাইলে।
বয়সসীমা কত হতে হবে: আপনার বয়স কমপক্ষে 18 বছর হলেই আপনি আবেদন যোগ্য। বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর।
বেতনক্রম কত: প্রার্থীরা কর্মী পদে নিয়োগ পাওয়ার পর পর মাসিক গড় বেতন 31,682/- টাকা থাকবে।
কীভাবে আবেদন করবেন: অনলাইন পদ্ধতিতে অতি সহজেই আবেদন জানাতে পারবেন।
1. নিচে দেওয়া লিংক ভিজিট করে সবার আগে নিজের কিছু তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করুন।
2. রেজিস্ট্রেশনের ক্ষেত্রে পদের নাম সিলেক্ট করে নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল দেবেন।
3. আপনি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেগুলি দিয়ে লগইন করে নিন।
4. আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন, নিজের শিক্ষাগত যোগ্যতা, বয়স, ঠিকানা, কর্ম অভিজ্ঞতা ইত্যাদি দিয়ে দিন।
5. ফটো, সিগনেচার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড হলে একেবারে শেষে সাবমিট করে আবেদন সম্পন্ন করুন।
আবেদনের তারিখ: 31/12/2023 তারিখের মধ্যেই আবেদন করতে হবে। নিচে অনলাইন আবেদনের লিংক প্রদান করা হয়েছে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
অনলাইনে আবেদন | ক্লিক করুন |