পশ্চিমবঙ্গে মেট্রো রেলে শুধুমাত্র মাধ্যমিক পাশে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি | WB Metro Railway Recruitment 2023

পশ্চিমবঙ্গে মেট্রো রেল বিভাগে জারি হয়েছে নিয়োগ (WB Metro Railway Recruitment 2023) এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে আপনি কি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অধিকারী? এবং রাজ্যের মেট্রো রেল বিভাগের চাকরিতে আগ্রহ প্রকাশ করছেন? তবে কলকাতা মেট্রো রেল বিভাগের চাকরিতে অবশ্যই আবেদন জানাতে পারেন।

WB Metro Railway Recruitment 2023

কোন্ সংস্থা নিয়োগ করবে: দেশের সবথেকে প্রথম এবং পুরনো মেট্রো রেল বিভাগ তথা রাজ্যের কলকাতা মেট্রো রেলে নেওয়া হচ্ছে কর্মী।

কোন্ কোন্ পদ রয়েছে: আপনাদের এখানে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ প্রদান করা হবে। মোট চার ধরনের পদ তথা ক্ষেত্র থাকবে যেখানে প্রার্থীরা নিয়োগ পাবে।

1. Fitter

2. Electrician

3. Mechanist

4. Welder

শূন্যপদ সংখ্যা কত: উপরে যেসব পোস্ট তথা ক্ষেত্র উল্লেখ করা হলো এগুলোতে সব মিলিয়ে 129 টি শূন্যপদ আছে।

কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন: উপরোক্ত ক্ষেত্রে আবেদনের জন্য মাধ্যমিক পাশের পাশাপাশি আইটিআই পাশ করে থাকতে হবে।

বয়সসীমা কত হতে হবে: আপনাদের সর্বনিম্ন বয়স 15 বছর এবং সর্বোচ্চ বয়স 24 বছর এর মধ্যে হতে হবে। রিজার্ভ ক্যাটাগরির অন্তর্ভুক্ত প্রার্থীরা কেমন SC/ST প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছরের ছাড় পাবেন।

কীভাবে নিয়োগ হবে: নিয়োগের ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া হবে না।নিয়োগ হবে মেরিট এর ভিত্তিতে।

সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক এবং আইটিআই নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।

কীভাবে আবেদন করবেন: প্রধানত অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।

1. তবে অফলাইন আবেদনের পূর্বে নিচে দেওয়া লিংকে প্রবেশ করে অনলাইন রেজিস্ট্রেশন করুন যাবতীয় তথ্য দিয়ে।

2. নিচে ডাইরেক্ট লিংক দেওয়া হলো সেখান থেকে নিয়োগের আবেদনপত্র (Application Format) টি ডাউনলোড করে নেবেন।

3. নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে এই ফর্ম পূরণ করুন।

4. ফর্মের মধ্যে একটি ফটো লাগিয়ে দিন নিজের। এবং একটি সিগনেচার করুন।

5. একেবারে শেষে কিছু ডকুমেন্ট জেরক্স এবং সই করে ফর্মের সঙ্গে যুক্ত করে এগুলি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।

আবেদনের তারিখ: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগামী 04/01/2024 তারিখের মধ্যে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক 
অফিসিয়াল নোটিফিকেশন/অ্যাপ্লিকেশন ফরম্যাটক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইটক্লিক করুন
WhatsApp GroupJoin Here
Telegram Channel Join Here
Facebook PageJoin Here

Leave a Comment