চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার হাইওয়ে অথরিটিতে কর্মী নিয়োগ (Highway Authority Recruitment 2024) হতে চলেছে। বেশ কয়েক ধরনের পদে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আপনি কি একজন চাকরি প্রার্থী? আপনি কি উচ্চ বেতন এর ভালো কোনো চাকরির খোঁজ করছেন? তবে এই প্রতিবেদনটি আপনার বয়স। খুঁটিনাটি নিচে দেওয়া হলো।
কোন্ সংস্থা নিয়োগ করবে: National Highways Authority of India অর্থাৎ NHAI এই নিয়োগ এর আয়োজন করেছে।
কোন্ পদে নিয়োগ: দু প্রকার পদ আছে যেখানে প্রার্থীদের নিযুক্ত করা হবে। যথা,
1. Deputy General Manager (Technical)
2. Manager (Technical)
কত শূন্যপদ রয়েছে: দুই ধরনের পদ মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা হলো 49 টি। পদ অনুযায়ী শূন্যপদ হলো –
পদ | শূন্যপদ |
---|---|
Deputy General Manager (Technical) | 27 টি |
Manager (Technical) | 22 টি |
কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন: পদ সম্পর্কিত বিষয়ে স্নাতক পাশ করতে হবে। এবং ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকতে হবে।
বয়সসীমা কত হতে হবে: এখানে আবেদন জানাতে চাইলে আবেদনকারী প্রার্থীর বয়স হওয়া দরকার 56 বছরের নিচে।
আরো পড়ুন: ইন্ডিয়ান ব্যাংকে সপ্তম/ মাধ্যমিক পাশে চাকরির সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে
বেতনক্রম কত: পদ অনুযায়ী মাসিক বেতনক্রম নিচে দেওয়া হয়েছে ।
পদ | বেতনক্রম |
---|---|
Deputy General Manager (Technical) | 78,800 – 2,09,200/- টাকা |
Manager (Technical) | 67,700 – 2,08,700/- টাকা |
কীভাবে আবেদন জানাবেন: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন এর মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করুন।
2. নিজের বিভিন্ন ধরনের যেমন নাম, মোবাইল নম্বর, ইমেল, শিক্ষাগত যোগ্যতা, বয়স এগুলি দিন।
3. নিজ নিজ পাসপোর্ট সাইজের রঙিন ফটো ও সিগনেচার এগুলি এক এক করে আপলোড করুন।
4. একেবারে শেষে সব ঠিকঠাক আছে কিনা চেক করে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করুন।
আবেদনের তারিখ: চাকরিতে আগ্রহী হলে আগামী 02 ফেব্রুয়ারি, 2024 তারিখের আগেই আবেদন জানান।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন | ক্লিক করুন |
অনলাইন আবেদন | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |