পশ্চিমবঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরির বিজ্ঞপ্তি (Data Entry Operator Job 2024) প্রকাশ পেয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টর অফিসের পক্ষ থেকে এই নিয়োগ সংঘটিত হবে যেখানে খুবই সামান্য শিক্ষাগত যোগ্যতায় আবেদন জানাতে পারেন আপনিও। তবে আর দেরি কীসের? একজন চাকরি প্রার্থী হয়ে চাকরির সন্ধানে থেকে থাকলে শীঘ্রই দেখুন বিস্তারিত খুঁটিনাটি।
কোথায় নিয়োগ হবে: রাজ্য সরকারের অধীনে ডিএম অফিসের পক্ষ থেকে জেলা স্তরে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে হবে এই নিয়োগ।
কোন্ পদে নিয়োগ: মোট তিন ধরনের পদ থাকবে যেখানে প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করা হবে। যথা,
1. Assistant cum Data Entry Operator
2. Social Worker
3. Outreach Worker
কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন: Assistant cum Data Entry Operator এবং Outreach Worker পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
অন্যদিকে, Social Worker পদে আবেদন জানাতে গেলে পদ সম্পর্কিত বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
বয়সসীমা কত হতে হবে: উপরের যেকোনো ধরনের পদে আবেদন জানাতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স হওয়া দরকার 18 থেকে 35 বছর বয়সের মধ্যে।
আরো পড়ুন: ইন্ডিয়ান ব্যাংকে সপ্তম/ মাধ্যমিক পাশে চাকরির সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে
বেতনক্রম কত: পদ অনুযায়ী মাসিক বেতন আলাদা। এর বিবরণ নিচে তুলে ধরা হলো।
পদ | মাসিক বেতন |
---|---|
Social Worker | 18,536/- টাকা |
Assistant cum Data Entry Operator | 13,240/- টাকা |
Outreach Worker | 10,592/- টাকা |
কীভাবে আবেদন করবেন: অনলাইন আবেদন পদ্ধতি অনুসরন করুন আবেদন জানানোর ক্ষেত্রে।
1. অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং অনলাইনের অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করুন।
2. নিজের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য দিতে হবে আবেদন জানাতে চাইলে।
3. নিজের একটি মোবাইল ফোন এবং ইমেল, নিজের নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা ইত্যাদি তথ্য এক এক করে দিন।
4. নিজের পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার আপলোড করুন এবং একেবারে শেষে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করুন।
আবেদনের তারিখ: এই চাকরিতে আগ্রহী হলে আবেদন জানাতে হবে আগামী 22 জানুয়ারি, 2024 তারিখের আগেই।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |