রেল বিভাগে চাকরির বিজ্ঞপ্তি (Railway Job 2024) প্রকাশ পেয়েছে। অনেক চাকরিপ্রার্থীই যারা সুদীর্ঘ দিন ধরে ভালো চাকরির সন্ধানে আছেন তারা এই প্রতিবেদনটি বিস্তারিত জেনে নিতে পারেন। আপনি কি রেল বিভাগে চাকরি করতে চান? আপনার কি শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ? তবে এখানে এখনই আবেদন জানান আপনিও। দু হাজারেরও অধিক শূন্যপদে নিয়োগ হবে এখানে। বিস্তারিত খুঁটিনাটি নিচে দেওয়া হলো।
কোন্ সংস্থা নিয়োগ করবে: ভারত সরকারের রেল মন্ত্রকের তত্ত্বাবধানে রেল বিভাগ এই নিয়োগের আয়োজন করেছে।
কোন্ কোন্ পদে নিয়োগ: রেল বিভাগের এই নিয়োগে মোট দুই প্রকার পদ আছে। এগুলো হলো –
- Sub Inspector
- Constable
কত শূন্যপদে নিয়োগ: এই দুই ধরনের পদে মোট শূন্যপদ রয়েছে 2250 টি। Constable পদে শূন্যপদ সংখ্যা 2000 টি এবং Sub Inspector পদে শূন্যপদ সংখ্যা 250 টি।
কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন: কনস্টেবল (Constable) পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ করতে পারবেন। সাব ইন্সপেক্টর (Sub Inspector) পদে আবেদনের জন্য গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
বয়সসীমা কত হতে হবে: পদ অনুযায়ী বয়সসীমা আলাদা। যেমন,
পদ | সর্বনিম্ন বয়সসীমা | সর্বোচ্চ বয়সসীমা |
---|---|---|
Constable | 18 | 25 |
Sub Inspector | 20 | 25 |
বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়: সংরক্ষিত শ্রেণির অন্তর্ভুক্ত প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। SC ও ST প্রার্থীদের 5 বছরের এবং OBC প্রার্থীদের 3 বছরের ছাড় দেওয়া হবে।
আরো পড়ুন: ইন্ডিয়ান ব্যাংকে সপ্তম/ মাধ্যমিক পাশে চাকরির সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে
কীভাবে আবেদন করবেন: রেলের এই চাকরিতে আগ্রহী হলে অনলাইনের মাধ্যমে আবেদন করুন।
1. অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিন এবং অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিন।
2. নিজ নিজ তথ্য দিয়ে অনলাইনের অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করে নিতে হবে।
3. এখানে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল, শিক্ষাগত যোগ্যতা, বয়স, ঠিকানা, ক্যাটাগরি এগুলি তথ্য দিতে হবে।
4. নিজ নিজ পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে।
5. একেবারে শেষে সব ঠিকঠাক আছে কিনা দেখে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে দিন।
আবেদনের তারিখ: আপনি কি আবেদন জানাতে চান? তবে আগামী 31 জানুয়ারি, 2024 তারিখের আগেই আবেদন জানান।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট/ অনলাইন আবেদন | ক্লিক করুন |