ইন্ডিয়ান ব্যাংকে সপ্তম/ মাধ্যমিক পাশে চাকরির সুযোগ, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে | Indian Bank Job Recruitment 2024

এবার ইন্ডিয়ান ব্যাংকের পক্ষ থেকে এক দুর্দান্ত চাকরির নিয়োগ (Indian Bank Job Recruitment 2024) এর বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। অনেকেই রয়েছেন তারা খুব সামান্য শিক্ষাগত যোগ্যতার অধিকারী এবং এই যোগ্যতায় ভালো চাকরির সন্ধান করছেন। এই চাকরির গুরুত্বপূর্ণ দিক হলো, এখানে খুব সামান্য যোগ্যতায় আবেদন করা যাবে। শুধুমাত্র সপ্তম পাশ যোগ্যতায় এইরকম একটি দুর্দান্ত চাকরি হাতছাড়া না করতে চাইলে এখনি জেনে নিন এর খুঁটিনাটি।

Indian Bank Job Recruitment 2024

কোন্ ব্যাংকে নিয়োগ: ইন্ডিয়ান ব্যাংক (Indian Bank) এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

কোন্ পদে নিয়োগ: মোট দুই ধরনের পদে হবে নিয়োগ। এগুলি সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি নিচে আলোচনা করা হয়েছে।

পদ: ওয়াচম্যান কাম গার্ডেনার

কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম সপ্তম পাশ।

বয়সসীমা কত প্রয়োজন: 22 থেকে 40 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য।

পদ: অ্যাটেন্ডার

কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন: ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আবেদন করা যাবে।

বয়সসীমা কত প্রয়োজন: এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 22-40 বছর বয়সের মধ্যে।

কীভাবে আবেদন করবেন: অফলাইন পদ্ধতি অনুসরন করে আবেদন জানান।

1. নিচে দেওয়া ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।

2. নিজের গুরুত্বপূর্ণ সকল তথ্য দিয়ে এই অ্যাপ্লিকেশন ফরম্যাট ফিলাপ করতে হবে।

3. নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল ও শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিন।

4. নিজ নিজ পাসপোর্ট সাইজের ফটো জুড়ে দিন ফর্মে এবং ফর্মের মধ্যে নিজেদের সিগনেচার করুন।

5. একেবারে শেষে নিজ নিজ প্রয়োজনীয় ডকুমেন্ট জেরক্স এবং সই করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে এবং পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়।

কীভাবে নিয়োগ হবে: আবেদন জমা হওয়ার আবেদনকারী প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য। সেখানেই তাদের যাচাই করার পর নিয়োগ করে দেওয়া যাবে।

আবেদনের তারিখ: ইন্ডিয়ান ব্যাংকের এই নিয়োগে আগ্রহী হলে অফলাইনের মাধ্যমে আবেদন পাঠাতে হবে আগামী 25/01/2024 তারিখের আগে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশনক্লিক করুন 
অ্যাপ্লিকেশন ফর্মক্লিক করুন 
অফিসিয়াল ওয়েবসাইটক্লিক করুন 
WhatsApp GroupJoin Here
Telegram Channel Join Here
Facebook PageJoin Here

Leave a Comment