পশ্চিমবঙ্গে কৃষি বিজ্ঞান কেন্দ্রে ন্যূনতম মাধ্যমিক পাশে বিভিন্ন পদে নিয়োগ | WB Krishi Vigyan Kendra Recruitment 2023

পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য বিরাট নিয়োগের সুখবর। রাজ্যে কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মী নিয়োগ (WB Krishi Vigyan Kendra Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে অনেক ধরনের পদ থাকবে যেখানে নিয়োগ সম্পন্ন হবে। আপনাদের মধ্যে অনেক চাকরি প্রার্থীই রয়েছেন যাদের শিক্ষাগত যোগ্যতা সামান্য। মূলত যেসব চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম তাদের জন্য এটি একটি ভালো সুযোগ। শুধুমাত্র পাশ করে থাকলেই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন।

WB Krishi Vigyan Kendra Recruitment 2023

কোন্ সংস্থা নিয়োগ করবে: পশ্চিমবঙ্গে জেলা স্তরে কৃষি বিজ্ঞান কেন্দ্র এই নিয়োগের আয়োজন করেছে।

কী কী পদ থাকবে: অনেক রকমের পদ থাকবে যেখানে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে। যেমন,

1. অ্যাসিস্ট্যান্ট 

2. স্টেনোগ্রাফার গ্রেড III

3. স্কিলড সাপোর্টিং স্টাফ

4. সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট

5. প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট (ল্যাব টেকনিশিয়ান)

কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন: নানান ধরনের পদের জন্য শিক্ষাগত যোগ্যতা নানান ধরনের। তবে মাধ্যমিক পাশ করে থাকলে নিয়োগে অংশগ্রহণ করা যাবে। উচ্চতর পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক অথবা ডিগ্রি পাশ করতে হবে।

বয়সসীমা কত হতে হবে: কৃষি বিজ্ঞান কেন্দ্রের এই চাকরিতে আবেদনকারী প্রার্থীর বয়সের সর্বোচ্চ সীমা 40 বছর ধরা হয়েছে।

বেতনক্রম কেমন: পদ অনুযায়ী বেতনক্রম আলাদা। সপ্তম কেন্দ্রীয় পে কমিশন অনুসারে পে লেভেল প্রতিটি পদের জন্যই ভিন্ন। বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখে নিন।

কীভাবে আবেদন করবেন: অফলাইন পদ্ধতি অনুসরন করুন এবং আবেদনপত্র জমা করে আবেদন করুন।

1. নিচে যে লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আবেদনপত্র (Application Form) ডাউনলোড করুন।

2. আবেদনকারী প্রার্থীদের নিজের সকল তথ্য দিয়ে এই ফর্ম ফিলাপ করে নিতে হবে।

3. ফর্মের ওপরে ডানদিকে নিজের একটি পাসপোর্ট ফটো যুক্ত করুন। নিচে ডানদিকে একটি সিগনেচার করুন।

4. আবেদনকারী প্রার্থীদের নিজের গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট এই ফর্মের সঙ্গে যুক্ত করে দিতে হবে।

5. এই ডকুমেন্ট গুলি আগে জেরক্স তারপর সই করে নেবেন।

6. সবার শেষে আবেদনপত্র এবং ডকুমেন্ট একসঙ্গে খামে ভরে যথা ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদনের তারিখ: বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার 30 দিনের মধ্যে আবেদন জানাতে হবে অফলাইনের মাধ্যমে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন/ এপ্লিকেশন ফর্মক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করুন
আরো চাকরির খবরক্লিক করুন
WhatsApp GroupJoin Here
Telegram Channel Join Here
Facebook PageJoin Here

Leave a Comment