ব্যাংকে চাকরি করতে চান? এবার ব্যাংকের তরফে দুর্দান্ত চাকরির (Bank Job 2023-2024) বিজ্ঞপ্তি জারি হলো। অনেক চাকরি প্রার্থীই আছেন যারা ব্যাংকের কাজে আগ্রহী এবং ব্যাংকের চাকরি পছন্দ করেন। আজ সেসব চাকরি প্রার্থীদের জন্য আমরা একটি ভালো চাকরির খোঁজ নিয়ে এসেছি। আপনারা খুব সহজ পদ্ধতিতে এখানে আবেদন করতে পারবেন এবং মাসিক বেতন রয়েছে খুব ভালো। নিচে বিস্তারিত আলোচনা করলাম।
কোন্ ব্যাংকে নিয়োগ হবে: দেশের অন্যতম বিখ্যাত ব্যাংক অর্থাৎ India Exim Bank এই চাকরির আয়োজন করেছে।
কোন্ পদে নিয়োগ হবে: Exim ব্যাংকের চাকরিতে পদ থাকবে দুই ধরনের –
1. Manager
2. Management Trainee
কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন: আবেদনকারী প্রার্থীকে গ্রাজুয়েট হতে হবে। পাশাপাশি পদ সম্পর্কিত বিষয়ে বিশেষ যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমা কত হতে হবে: পদ অনুযায়ী বয়সসীমা ভিন্ন। যেমন,
পদ | বয়সের ঊর্ধ্বসীমা |
---|---|
Manager | 37 |
Management Trainee | 31 |
বেতনক্রম কত হতে হবে: পদ অনুযায়ী মাসিক বেতন আলাদা। নিচে পদ অনুযায়ী মাসিক বেতন উল্লেখ করা হলো –
পদ | মাসিক বেতনক্রম |
---|---|
Manager | 48,170 – 69,810/- টাকা |
Management Trainee | 36,000 – 63,840/- টাকা |
কীভাবে নিয়োগ হবে: মোট দুটি ধাপ থাকবে কর্মীদের নিয়োগের জন্য। এগুলি হল –
1. Online Examination
2. Interview
কীভাবে আবেদন করবেন: আবেদনের জন্য অনলাইন পদ্ধতি অনুসরন করুন।
1. Exim Bank এর এই চাকরিতে আবেদন করার জন্য IBPS এর ওয়েবসাইটে যেতে হবে এবং আবেদন জানাতে হবে।
2. নিচে সেই লিংক দেওয়া হলো, সেখানে ক্লিক করলে সরাসরি আবেদন জানাতে পারবেন আবেদনকারীর প্রার্থীরা
3. আবেদনকারীদের নিজ নিজ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ দুটিই এক এক করে করতে হবে।
4. এর জন্য নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, বয়স সব তথ্য দিন।
5. আবেদনকারী প্রার্থীদের নিজ নিজ ফটো, সিগনেচার এবং অন্যান্য সকল ডকুমেন্ট আপলোড করতে হবে।
6. সবার শেষে সব তথ্য একবার চেক করে এই অনলাইন ফর্ম সাবমিট করে দিন।
আবেদনের তারিখ: আপনারা Exim ব্যাংকের চাকরিতে আগ্রহী হলে আগামী 01 জানুয়ারি, 2024 তারিখের মধ্যে আবেদন জানান।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
অনলাইনে আবেদন | ক্লিক করুন |