রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। এবার পশ্চিমবঙ্গে মিউজিয়ামের পক্ষ থেকে এক দুর্দান্ত নিয়োগের (WB Museum Recruitment 2024) সুযোগ। রাজ্যের অনেক চাকরি প্রার্থী যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা এখানে অংশগ্রহন করতে পারেন অনায়াসেই। মিউজিয়াম অর্থাৎ জাদুঘরের পক্ষ থেকে এই আয়োজিত এই নিয়োগের মাধ্যমে সাইন্স সেন্টারে নেওয়া হবে কর্মী। আপনি এই নিয়োগে আগ্রহী হলে এর বিস্তারিত বিবরণ দেখে নিতে পারেন।
কোন্ সংস্থা নিয়োগ করবে: Birla Industrial and Technological Museum এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গে সাইন্স সেন্টারে এই নিয়োগ আয়োজিত হচ্ছে।
কোন্ পদে নিয়োগ হবে: মিউজিয়ামের পক্ষ থেকে সাইন্স সেন্টারে এডুকেশন ট্রেনি হিসাবে কর্মীরা নিয়োগ পাবে।
কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন: এখানে আবেদন জানাতে চাইলে আপনাদের গ্রাজুয়েট হতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
বয়সসীমা কত: যদিও বিজ্ঞপ্তিতে বয়সসীমা উল্লেখ করা হয়নি, তবে প্রাপ্ত বয়স্ক হলে এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতনক্রম কত: যেহেতু প্রার্থীরা ট্রেনি হিসাবে নিযুক্ত হচ্ছে তাই মাসিক স্টাইপেন্ড হিসাবে প্রার্থীরা 16,500/- করে পাবেন।
কীভাবে নিয়োগ করা হবে: এখানে নিয়োগ পেতে গেলে দুটি পর্যায়ের মধ্যে দিয়ে আবেদনকারী প্রার্থীদের যেতে হবে। যথা,
1. Written Test
2. Communication Skill Test
কীভাবে আবেদন করবেন: অনলাইন পদ্ধতি অবলম্বন করুন এবং আবেদনপত্র পাঠানোর মাধ্যমে আবেদন জানান।
1. একটি প্লেন পেপারে নিজ নিজ তথ্য দিয়ে একটি আবেদনপত্র (Application Format) তৈরি করুন।
2. আবেদনকারীকে নিজেদের নাম, পোস্টাল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিতে হবে।
3. প্রার্থীদের নিজ নিজ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জেরক্স এবং সই করে এই আবেদনপত্রের সঙ্গে সেট করে দিতে হবে।
4. একেবারে শেষে আবেদনপত্র ও ডকুমেন্ট খামের মধ্যে ভরে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের তারিখ: আপনারা আগ্রহী হলে অফলাইনের মাধ্যমে এই আবেদন জানাতে পারবেন আগামী 05/01/2024 তারিখের আগেই।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |