DM অফিস থেকে গ্রুপ-সি লেভেলের পদে চাকরির সুযোগ | DM Office Group-C Recruitment 2024

পশ্চিমবঙ্গে ডিএম অফিস থেকে গ্রুপ সি লেভেলের পদে চাকরির সুযোগ (DM Office Group-C Recruitment 2024)। রাজ্যে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টর অফিসের পক্ষ থেকে রাজ্যের অন্যতম রূপশ্রী প্রকল্পের অধীনে কর্মীদের নিয়োগ করা হবে। তাই আপনিও যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তবে এখানে আবেদন জানাতে পারেন।

DM Office Group-C Recruitment 2024

কোন্ পদ রয়েছে: ডিএম অফিসের নিয়োগ গ্রুপ সি লেভেলের পদ রয়েছে। বিশেষ করে অ্যাকাউন্টে পদে হবে নিয়োগ।

বেতনক্রম কত: এখানে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন 15,000/- টাকা থেকে শুরু হবে।

কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন: পদ সম্পর্কিত ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। কম্পিউটারের কাজে জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা কত: চাকরির নিয়োগে অংশগ্রহণ করতে গেলে আবেদনকারীর বয়স হতে হবে 40 বছর বয়সের নিচে।

কীভাবে নিয়োগ হবে: তিনটি স্টেপ এর মধ্য দিয়ে যেতে হবে নিয়োগ পাওয়ার জন্য। এই তিনটি স্টেপ মিলিয়ে মোট 100 নম্বর থাকবে।

স্টেপনম্বর
লিখিত পরীক্ষা (Written Test)50 নম্বর
কম্পিউটার টেস্ট (Computer Test)40 নম্বর
পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ10 নম্বর

কীভাবে আবেদন করবেন: আবেদনপত্র জমা করে অফলাইন পদ্ধতিতে আবেদন করা যাবে।

1. সবার প্রথমে আবেদন জানানোর জন্য আবেদনপত্র (Application Form) সংগ্রহ করুন, এই ফর্মের লিংক নিচে দেওয়া হলো।

2. আবেদনকারীদের নিজ নিজ তথ্য দিয়ে এই ফর্ম ফিলাপ করতে হবে।

3. প্রার্থীর নাম, পদের নাম, বাবা/ স্বামীর নাম, ক্যাটাগরি, জন্মতারিখ, বয়স, ইমেল, মোবাইল নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিতে হবে ফর্মে।

4. ফর্মের ওপরে ডানদিকে প্রার্থীর পাসপোর্ট সাইজের ফটো এবং নিচে ডানদিকে প্রার্থীর সিগনেচার থাকবে।

5. একেবারে শেষে এই ফর্মের সঙ্গে প্রার্থীরা নিজেদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জেরক্স এবং সই করে যুক্ত করে দেবে এবং খামের মধ্যে ভরে তা পাঠিয়ে দেবে নির্দিষ্ট ঠিকানায়।

আবেদনের তারিখ: এই নিয়োগে আগ্রহী হলে আবেদন জানান আগামী 11 জানুয়ারি, 2024 তারিখের মধ্যে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন/ অ্যাপ্লিকেশন ফর্মক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইটক্লিক করুন
WhatsApp GroupJoin Here
Telegram Channel Join Here
Facebook PageJoin Here

Leave a Comment