বড়ো সুখবর চাকরি প্রার্থীদের জন্য। পশ্চিমবঙ্গে রেলে হল্ট কন্ট্রাক্টর পদে নিয়োগ (WB Rail Halt Contractor Job 2024) হচ্ছে। এরা মূলত রেল টিকিট সেলিং এর কাজের সঙ্গে যুক্ত থাকবে। পশ্চিমবঙ্গে অবস্থিত হল্ট স্টেশনে করা হচ্ছে এই নিয়োগ যেখানে আবেদন জানানোর জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ রাখা হয়েছে। আপনি কি আগ্রহী, তবে এর খুঁটিনাটি জেনে নিন।
কোথায় নিয়োগ হচ্ছে: রাজ্যের এক জেলায় হল্ট স্টেশনে করা হবে এই নিয়োগ।
কোন্ পদে নিয়োগ: হল্ট স্টেশনে মূলত হল্ট কন্ট্রাক্টর (Halt Contractor) পদে হবে নিয়োগ।
কী দায়িত্ব থাকবে: হল্ট কন্ট্রাক্টর (Halt Contractor) কর্মী হল্ট স্টেশনে টিকিট সেলিং এর কাজ করবে।
কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন: আবেদনকারী প্রার্থীরা শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন জানাতে পারেন।
বয়সসীমা কত হতে হবে: যাদের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে তারা এখানে আবেদন জানাতে পারেন।
কীভাবে আবেদন করবেন: অফলাইন পদ্ধতি অনুসরন করুন আবেদনের ক্ষেত্রে।
1. আবেদনপত্র (Application Form) নিজের তথ্য দিয়ে ফিলাপ করে নিন।
2. এখানে নিজের নাম, বয়স, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ক্যাটাগরি ইত্যাদি একে একে দিয়ে দিন।
3. নিজ নিজ পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে সিগনেচার করুন ফর্মে।
4. গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুলি জেরক্স এবং সই করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিন এবং পাঠিয়ে দিন নির্দিষ্ট ঠিকানায়।
কী কী ডকুমেন্ট দেবেন: আবেদন করার সময় আবেদনকারী প্রার্থীদের যেসব ডকুমেন্ট কাছে রাখতে হবে –
1. বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা কোনো প্রমাণপত্র
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড
3. সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট
4. কাস্ট সার্টিফিকেট থাকলে দেবেন
5. পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
আবেদনের তারিখ: আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন আগামী 18/01/2024 তারিখের আগে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |