ভারতীয় তৈল নিগমের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগ (Indian Oil Recruitment 2023) এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একই সঙ্গে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেসব চাকরি প্রার্থীদের জন্য এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ যারা ন্যূনতম এবং খুবই সামান্য শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন।
কোন্ সংস্থা নিয়োগ করবে: ভারতীয় তৈল নিগম অর্থাৎ ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড এই নিয়োগের আয়োজন করেছে।
কোন্ পদে নিয়োগ হবে: আবেদনকারী প্রার্থীদের অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগ করা হবে এখানে। যেমন,
1. ট্রেড অ্যাপ্রেন্টিস (Trade Apprentice)
2. টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Technician Apprentice)
3. গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস (Graduate Apprentice)
কতগুলি শূন্যপদ রয়েছে: উপরোক্ত সবগুলি পদ তথা ক্ষেত্র মিলিয়ে সব মিলিয়ে 1603 টি শূন্যপদ রয়েছে।
কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন: আবেদনকারী প্রার্থীরা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। উচ্চতর পদে আবেদনের জন্য উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন।
বয়সসীমা কত হতে হবে: ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 24 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন জানাতে পারবেন।
বয়সে ছাড়: রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীরা বয়সে ছাড় পেয়েছেন। যেমন, SC/ST প্রার্থীরা বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীরা বয়সে 3 বছরের ছাড় পেয়েছেন।
কীভাবে আবেদন জানাবেন: আবেদনকারী প্রার্থীরা অনলাইন পদ্ধতি অবলম্বন করে আবেদন জানাতে পারবেন।
1. নিচে দেওয়া অফিসিয়াল অনলাইন আবেদনের লিংক ভিজিট করুন সবার প্রথমে।
2. নিজের বিভিন্ন তথ্য যেমন, নাম, বয়স, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
3. আপনাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার এগুলি আপলোড করতে বললে এক এক করে আপলোড করে দেবেন।
4. সবার শেষে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করুন এবং আবেদন এর কাজ সম্পন্ন করুন।
আবেদনের তারিখ: আগামী 05/01/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে। নিচে যাবতীয় লিংক দেওয়া হলো।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন/ বিজ্ঞপ্তি | ক্লিক করুন |
অনলাইন আবেদন | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |