একই সঙ্গে MTS ও ক্লার্ক চাকরির বিজ্ঞপ্তি (MTS Clerk Job 2024) প্রকাশ পেয়েছে। সাহিত্য অ্যাকাডেমির পক্ষ থেকে জারি হয়েছে এক নিয়োগের বিজ্ঞপ্তি যেখানে বিভিন্ন পদের পাশাপাশি এই দুটি পদেও হবে নিয়োগে। আজ আমরা মূলত এই দুটি পদ নিয়ে আলোচনা করবো যেখানে খুবই সামান্য শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদন করা যাবে। আসুন চাকরি তথা নিয়োগের খুঁটিনাটি জেনে নিই।
কোন্ সংস্থা নিয়োগ করবে: ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচারের তত্ত্বাবধানে সাহিত্য অ্যাকাডেমি (Sahitya Akademi) এই নিয়োগের আয়োজন করেছে।
কোন্ পদে নিয়োগ: মোট আট প্রকার পদে হবে নিয়োগ। তবে আজ আমরা দুই ধরনের পদে সম্পর্কে আলোচনা করবো যেখানে ন্যূনতম যোগ্যতায় আবেদন করা যাবে।
1. পদের নাম: MTS
কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন: MTS অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদন জানাতে আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক পাশ করতে হবে।
বেতনক্রম কত: নিযুক্ত কর্মীদের জন্য মাসিক বেতনক্রম 18,000-56,900/- রাখা থাকবে।
2. পদের নাম: জুনিয়র ক্লার্ক
কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন: এই পদে আবেদন জানানোর জন্য আবেদনকারী প্রার্থীদের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতনক্রম কত: এই পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতনক্রম 19,900-63,200/- টাকা।
বয়সসীমা কত প্রয়োজন: দুই ধরনের পদে আবেদন জানাতে গেলেই আবেদনকারী প্রার্থীদের বয়স থাকতে হবে 30 বছরের মধ্যে।
কীভাবে আবেদন করবেন: অফলাইন পদ্ধতি অনুসরন করুন আবেদন জানাতে চাইলে। নিজের সকল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করুন।
নিজ নিজ ফটো যুক্ত করে সিগনেচার করুন এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব পাঠিয়ে দিতে হবে কথা ঠিকানায়।
আবেদনের তারিখ: এই চাকরিতে আগ্রহী হলে আবেদন জানাতে হবে 05 ফেব্রুয়ারি, 2024 তারিখের আগেই।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন: ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট: ক্লিক করুন