শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় জারি হয়েছে দুর্দান্ত নিয়োগ (10 Pass Govt Recruitment 2023) এর বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে একই সঙ্গে অঢেল পরিমাণ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো জেলা অথবা প্রান্ত থেকে যেকেউ খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। তবে আর দেরি কীসের? শীঘ্রই আবেদন করে ফেলুন আপনিও।
কোন সংস্থা নিয়োগ করবে: দেশের অন্যতম বিখ্যাত, স্বনামধন্য ও জনপ্রিয় সংস্থা স্টাফ সিলেকশন তথা এসএসসির দ্বারা এই নিয়োগ সংঘটিত হচ্ছে।
কোন পদে নিয়োগ হবে: প্রার্থীদের প্রধানত কনস্টেবল জিডি পদে নিযুক্ত করা হবে। এর অধীনে সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ, এসএসবি, এসএসএফ এবং আরো বিভিন্ন পদ রয়েছে।
কত শূন্যপদে নিয়োগ হবে: 26 হাজারেরও অধিক শূন্যপদ রয়েছে। সেক্ষেত্রে আপাতত সব মিলিয়ে 26,146 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় যোগ্যতা: প্রার্থীদের এখানে আবেদন করার জন্য সব ধরনের যোগ্যতার মানদন্ড পূরণ করে থাকতে হবে। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা নিচে আলোচনা করা হয়েছে।
কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন: প্রার্থীদের যেকোনো স্বীকৃত ক্ষেত্র থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
কোন বয়সের প্রার্থীরা যোগ্য: এখানে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স হতে 18-23 বছর বয়সের মধ্যে।
বয়সে ছাড়: রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হয়েছে। SC ও ST প্রার্থীরা বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীরা বয়সে 3 বছরের ছাড় পেয়েছেন।
কত বেতন প্রদান করা হবে: পে লেভেল -3 অনুযায়ী নিয়োগের পর কর্মীদের মাসিক বেতনক্রম 21,700-69,100/- টাকা।
কীভাবে আবেদন করবেন: প্রার্থীরা মূলত অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. নিচে অনলাইন আবেদনের লিংক দেওয়া হয়েছে, সেখানে ভিজিট করুন।
2. নিজ নিজ তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং অনলাইন ফর্ম ফিলাপ করে নিতে হবে।
3. নিজেদের মোবাইল নম্বর, ইমেল, নাম, জন্মতারিখ, বয়স, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা দেবেন।
4. প্রয়োজনীয় ডকুমেন্ট পাশাপাশি রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এগুলি এক এক করে আপলোড করুন।
5. সবার শেষে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে দিয়ে ফর্মের প্রিন্ট আউট কপি সঙ্গে রাখবেন।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ: প্রার্থীরা আগামী 31 ডিসেম্বর, 2023 এর মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে সমস্ত লিংক দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট/ অনলাইন আবেদন | ক্লিক করুন |