পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন নিয়োগ (WBPSC Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইতিমধ্যে রাজ্যে পিএসসির পক্ষ থেকে বেশ কয়েকটি নিয়োগ সম্পন্ন হয়েছে। যাইহোক এটি অন্যতম একটি নিয়োগ এবং এই নিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রাজ্যের যেকোনো প্রান্ত থেকে যেকেউ এখানে অনায়াসেই আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরণ নিচে আলোচনা করা হলো।
কোন সংস্থা নিয়োগ করবে: পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত সংস্থা পাবলিক সার্ভিস কমিশন তথা পিএসসির তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
রাজ্য সরকারের তত্ত্বাবধানে পিএসসির তরফ থেকে টেক্সটাইল বিভাগ তথা MICRO, SMALL & MEDIUM ENTERPRISES & TEXTILES এর অধীনে নেওয়া হবে কর্মী।
পদের বিবরণ: WBPSC এর তরফ থেকে এখানে TECHNICAL ASSISTANT, GRADE – III পদে নেওয়া হবে কর্মী।
যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন: আপনি এখানে আবেদন জানাতে চাইলে পদ সম্পর্কিত বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
সঙ্গে বাংলা ভাষার বিশেষ জ্ঞান থাকা দরকার। বাংলা ভাষায় লিখতে ও বলতে জানতে হবে, তবেই আপনি আবেদন যোগ্য।
আবেদনকারীর বয়সসীমা: 01/01/2023 এর হিসাব অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা 39 বছর ধরা হয়েছে।
বেতনক্রম: লেভেল -9 অনুযায়ী নিয়োগের পর মাসিক বেতনক্রম 28,900/- টাকা থেকে 74,500/- টাকা।
কীভাবে আবেদন করবেন: অনলাইন পদ্ধতিতে নিচে দেওয়া ধাপ অনুসরন করে আবেদন করে নিন।
1. নিচে প্রদত্ত পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট তথা অনলাইন আবেদনের লিংক ভিজিট করুন।
2. নিজ নিজ মোবাইল নম্বর দিয়ে এবং পোস্ট সিলেক্ট করে অনলাইন রেজিস্ট্রেশন করে নিন।
3. শিক্ষাগত যোগ্যতা, বয়স, ঠিকানা, নিজের নাম, অভিভাবকের নাম ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
4. নিজ নিজ রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করে দিন।
5. আবেদন ফি জমা করুন (যদি প্রয়োজন পড়ে) এবং সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন।
কতদিন পর্যন্ত আবেদন চলবে: আগামী 15 ডিসেম্বর, 2023 তারিখ অব্দি আবেদন জানাতে পারবেন। নিচে গুরুত্বপূর্ণ বিভিন্ন লিংক প্রদান করা হয়েছে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট/ অনলাইন আবেদন | ক্লিক করুন |