পশ্চিমবঙ্গে জেলা আধিকরণিক তথা DM অফিসের তরফে কর্মী নিয়োগ (WB DM Office Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্য সরকারের তত্ত্বাবধানে জেলা স্তরে সম্পন্ন হবে এই নিয়োগ যেখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে এই নিয়োগ। বিস্তারিত বিবরণ জেনে নিতে সঙ্গে থাকুন।
পদের নাম: ডিএম তথা জেলা আধিকরণিক অফিসের এই নিয়োগের মধ্য দিয়ে মূলত গ্রুপ সি ক্লার্ক পদে নেওয়া হবে কর্মী।
শিক্ষাগত যোগ্যতা: পদ সম্পর্কিত বিষয়ে বিশেষ যোগ্যতা থাকা দরকার। সরকারি রিটায়ার্ড কর্মীরা নিয়োগে অগ্রাধীকার পেয়েছেন।
বয়সসীমা: আবেদনকারী প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা 64 বছর। এই বয়সের নিচে যাদের বয়স, তারাই এখানে আবেদন যোগ্য।
কীভাবে আবেদন করবেন: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
1. আপনাদের নিজ নিজ তথ্য দিয়ে আবেদনপত্র অর্থাৎ বায়ো ডেটা ফরম্যাট বানাতে হবে।
2. এখানে নিজের নাম, ঠিকানা, যোগ্যতা, বয়স, মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি তথ্য দিতে হবে।
3. নিজের একটি ফটো যুক্ত করুন ফর্মের মধ্যে। পাশাপাশি ফর্মের মধ্যে একটি সিগনেচার করুন নিজের।
4. এগুলি একটি খামের মধ্যে ভরে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।
কীভাবে নিয়োগ হবে: নিম্নলিখিত ধাপে এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।
1. কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না এখানে নিয়োগের ক্ষেত্রে।
2. আবেদন জমা হলে প্রার্থীরা সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন।
3. ইন্টারভিউ প্রার্থীদের প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি দেখে সর্বিকাববে যাচাই করা হবে।
4. সবার শেষে যোগ্য প্রার্থীদের বেছে কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদন জমা দেওয়ার সময়সীমা: আগামী 08 ডিসেম্বর, 2023 তারিখের মধ্যে আবেদন পাঠাতে হবে। নিচে বিভিন্ন লিংক দেওয়া হয়েছে।
প্রয়োজনীয় লিংক
অফিসিয়াল নোটিফিকেশন | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |