পোস্ট অফিসে এবার একই সঙ্গে পোস্টম্যান, MTS কর্মী নিয়োগ (Post Office Postman MTS Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে অঢেল পরিমাণ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আপনারা যারা দীর্ঘদিন ধরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজ করছেন তাদের জন্য।এটি একটি সুবর্ণ সুযোগ হতে পারে। বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হয়েছে।
নিয়োগকারী সংস্থা: পোস্ট অফিস তথা ডাক বিভাগ এর তরফে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: পোস্ট অফিসের এই নিয়োগের মধ্য দিয়ে MTS ও পোস্টম্যান সহ মোট 5 ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,
1. পোস্টম্যান
2. MTS
3. মেলগার্ড
4. সর্টিং অ্যাসিস্ট্যান্ট
5. পোস্টাল অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ: একই সঙ্গে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আপাতত সব মিলিয়ে 1899 তথা 1900 এর কাছাকাছি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: ডাক বিভাগ এর এই নিয়োগে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ। তবে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন যা নিচে দেওয়া হয়েছে।
MTS: মাল্টি টাস্কিং স্টাফ তথা MTS পদে আবেদনের জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
পোস্টম্যান ও মেলগার্ড: এই দুটি পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
সর্টিং অ্যাসিস্ট্যান্ট ও পোস্টাল অ্যাসিস্ট্যান্ট: এই দুটি পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: MTS পদে আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা 18-25 বছর। বাকি অন্যান্য পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 18-27 বছর বয়সের মধ্যে।
মাসিক বেতন: সর্টিং অ্যাসিস্ট্যান্ট ও পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদ দুটিতে মাসিক বেতন 25,500-81,100/- টাকা।
পোস্টম্যান ও মেলগার্ড পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতনক্রম 21,700-69,100/- টাকা। এবং MTS পদের ক্ষেত্রে মাসিক বেতনক্রম 18,000-56900/- টাকা।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নে প্রদত্ত অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করুন।
আবেদনের সময়সীমা: আগামী 09 ডিসেম্বর, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে বিভিন্ন লিংক প্রদান করা হলো।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Apply Online | Click Here |
Join Us On