জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে দুর্দান্ত নিয়োগ (NHAI Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। National Highways Authority of India (NHAI) এর তরফে এই নিয়োগ সংঘটিত হচ্ছে যেখানে একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে নেওয়া হবে কর্মী। সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে নিযুক্ত কর্মীদের মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন।
পদের নাম: জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে আয়োজিত এই নিয়োগে প্রধান তিন ধরনের পদে নেওয়া হবে কর্মী। যথা,
1. Manager (Administration)
2. Deputy Manager (Vigilance)
3. Assistant Manager (Administration)
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী প্রার্থীদের যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
আবেদনকারীর বয়সসীমা: এই নিয়োগে আবেদনের জন্য আবেদনকারীর প্রার্থীর বয়স অবশ্যই 56 বছর বয়সের নিচে থাকতে হবে।
বেতনক্রম: পদ অনুযায়ী বেতনক্রম ভিন্ন। সর্বোচ্চ লেভেলের ক্ষেত্রে মাসিক বেতন সর্বোচ্চ 39,100/- টাকা অব্দি হতে পারে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: আবেদনকারী প্রার্থীদের সরাসরি ডেপুটেশনের ভিত্তিতে কর্মী পদে নিযুক্ত করা হবে।
কীভাবে আবেদন করবেন: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। নিচে আবেদনের লিংক দেওয়া হয়েছে।
1. নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং একটি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
2. রেজিস্ট্রেশন শেষে এবার লগইন করে নিজের গুরুত্বপূর্ণ সকল তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
3. নিজের শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিতে হবে।
4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট এক এক করে আপলোড করুন।
5. সবার শেষে অনলাইন ফর্ম সাবমিট করুন এবং আবেদন শেষ হলে আবেদনের প্রিন্ট আউট কপি সঙ্গে রাখবেন।
অনলাইন আবেদনের সময়সীমা: আগামী 14/12/2023 তারিখের আগেই আবেদন করে নিতে হবে। নিচে গুরুত্বপূর্ণ বিভিন্ন লিংক দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
অনলাইন আবেদন করতে | ক্লিক করুন |