একই সঙ্গে বিভিন্ন গ্রুপ সি লেভেলের পদে কর্মী নিয়োগ (Group-C Job Recruitment 2023) করা হচ্ছে। National Institute of Open Schooling তথা NIOS এর তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এটি হতে পারে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। উল্লেখ্য, এখানে গ্রুপ সি ছাড়াও গ্রুপ এ এবং বি লেভেলের পদে নেওয়া হবে কর্মী।
যেসব পদ রয়েছে: NIOS এর তরফে আয়োজিত এই নিয়োগের মধ্য দিয়ে মূলত যেসব গ্রুপ A, B ও C লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে তার বিবরণ নিম্নরূপ।
Group- A পদ
- Deputy Director (Capacity Building Cell)
- Deputy Director (Academic)
- Assistant Director (Administration)
- Academic Officer
Group- B পদ
- Section Officer
- Public Relation Officer
- EDP Supervisor
- Graphic Artist
- Junior Engineer(Electrical)
Group- C পদ
- Assistant
- Stenographer
- Junior Assistant
- Multi Tasking Staff (MTS)
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। শিক্ষাগত যোগ্যতার বিবরণ নিম্নরূপ।
Multi Tasking Staff (MTS): প্রাইমারি তথা প্রাথমিক স্কুল পাশ করে থাকলেই আবেদন জানাতে পারবেন।
অন্যান্য Group- C পদ: অন্যান্য বিভিন্ন গ্রুপ C পদ যেমন, Assistant, Stenographer এবং Junior Assistant পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
Group- A ও পদ: এই Group- A ও পদ গুলোতে আবেদন জানাতে গেলে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
প্রয়োজনীয় বয়সসীমা: পদ অনুযায়ী প্রার্থীর বয়সসীমার বিবরণ নিম্নরূপ আলোচিত।
Group C পদ: বিভিন্ন গ্রুপ সি লেভেলের পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 27 বছর রাখা হয়েছে।
Group B পদ: গ্রুপ B পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 37 বছর থাকবে। গ্রুপ B লেভেলের পদের মধ্যে শুধু জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর রাখা হয়েছে।
Group A পদ: Deputy Director (Capacity Building Cell) পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 50 বছর। Deputy Director (Academic) পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 42 বছর। বাকি দুই গ্রুপ A লেভেলের পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 37 বছর।
বেতনক্রম: পদ অনুযায়ী মাসিক বেতন নিচে আলোচনা করা হয়েছে।
Group C পদ: Multi Tasking Staff (MTS) পদের ক্ষেত্রে মাসিক বেতন 18,000/- থেকে 56,900/- টাকা। Junior Assistant কর্মীদের বেতন 19,900/- থেকে 63,200/- টাকা। বাকি দুই গ্রুপ সি পদের জন্য মাসিক বেতন 25,500/- থেকে 81,100/- টাকা।
Group B পদ: Section Officer এবং Public Relation Officer পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন 44,900/- থেকে 1,42,400/- টাকা থাকবে।
EDP Supervisor, Graphic Artist এবং Junior Engineer(Electrical) পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন 35,400/- থেকে 1,12,400/- টাকা।
Group A পদ: Deputy Director (Capacity Building Cell) এবং Deputy Director (Academic) পদে নিযুক্ত কর্মীরা মাসে 78,800/- থেকে 2,09,200/- টাকা পাবেন।
Assistant Director (Administration) পদে নিযুক্ত কর্মীরা 67,700/- থেকে 2,08,700/- টাকা এবং Academic Officer পদের ক্ষেত্রে বেতন 56,100/- থেকে 1,77,500/- টাকা থাকবে।
কীভাবে আবেদন করবেন: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। নিচে প্রদত্ত অনলাইন আবেদনের লিংক করে অনলাইন এর মাধ্যমে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আগামী 21 ডিসেম্বর, 2023 তারিখের আগে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন 1 | ক্লিক করুন |
অফিসিয়াল নোটিফিকেশন 2 | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
অনলাইনে আবেদন | ক্লিক করুন |