পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিভাগ তথা West Bengal Power Development Corporation Limited (WBPDCL) এর পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হওয়ার পাশাপাশি একজন চাকরি প্রার্থী হয়ে এদিক ওদিক ভালো কোনো চাকরির খোঁজ করছেন তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। বিদ্যুৎ বিভাগের এই নিয়োগে (WBPDCL Recruitment 2023) রাজ্যের যেকোনো জেলা থেকে যেকেউ চাইলেই আবেদন জানাতে পারেন এখানে।
কোন সংস্থা নিয়োগ করবে: আগেই বলা হয়েছে যে, West Bengal Power Development Corporation Limited তথা WBPDCL এই নিয়োগ সংঘটিত করবে।
কোন কোন পদ রয়েছে: আপাতত সব মিলিয়ে 6 ধরনের পদ রয়েছে যেখানে কর্মীদের নিয়োগ প্রদান করা হবে –
- সার্ভেয়ার
- ওভারম্যান
- ওয়েলফেয়ার অফিসার
- অ্যাসিস্ট্যান্ট মাইন্স ম্যানেজার
- জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
- জুনিয়র ইঞ্জিনিয়ার ( মেকানিকাল)
বেতনক্রম: উপরোক্ত পদগুলোতে মাসিক সর্বনিম্ন বেতন 41,000/- টাকা এবং সর্বোচ্চ বেতন 63,000/- টাকা হতে পারে।
কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন: আবেদনকারী প্রার্থীকে পদ সম্পর্কিত ক্ষেত্রে ডিগ্রি অথবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।
প্রয়োজনীয় বয়সসীমা: আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে অবশ্যই 55 বছর বয়সের নিচে।
কীভাবে আবেদন করবেন: এই নিয়োগের জন্য শুধুমাত্র অনলাইন পদ্ধতিতেই আবেদন করে নিতে পারবেন।
অনলাইন ফর্ম ফিলাপ করার সময় নিজের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সকল প্রকার তথ্য সঙ্গে রাখুন।
যেমন, নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার ইত্যাদি দিয়ে দেবেন।
নিজ নিজ রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার এক এক করে আপলোড করতে হবে।
কীভাবে নিয়োগ হবে: কোনো লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হাতেই আপনারা ডাক পাবেন ইন্টারভিউয়ের জন্য এবং এর ভিত্তিতেই হবে নিয়োগ।
আবেদনের তারিখ: আপনারা আগ্রহী হলে অবশ্যই 25/12/2023 এর মধ্যেই আবেদন জানিয়ে ফেলুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন/ বিজ্ঞপ্তি | ক্লিক করুন |
অফিসিয়াল ওয়েবসাইট/ অনলাইন আবেদন | ক্লিক করুন |