রেল বিভাগে একই সঙ্গে অসংখ্য গ্রুপ সি, ডি চাকরির (Railway Group C D Job 2023) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। মূলত RRC তথা রেলওয়ে রিক্রুটমেন্ট সেল এর তত্ত্বাবধানে এই নিয়োগ সংঘটিত হচ্ছে। অনেকেই রয়েছেন যারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অধিকারী হয়ে রেল বিভাগে চাকরি করতে চান। মূলত তাদের জন্য এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ।
পদের নাম: RRC এর তরফে রেলওয়ের এই নিয়োগে মূলত দু ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,
1. রেলওয়ে গ্রুপ সি কর্মী
2. রেলওয়ে গ্রুপ ডি কর্মী
শিক্ষাগত যোগ্যতা: শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই নিয়োগে অংশগ্রহণ করতে পারেন। উচ্চমাধ্যমিক লিংন ডিগ্রি পাস করে থাকলে উচ্চ লেভেলের পদে আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: 01/01/2024 এর হিসাব অনুযায়ী 15 থেকে 24 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য।
কীভাবে আবেদন করবেন: অনলাইনে আবেদন করা যাবে। নিম্নে প্রদত্ত অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
1. নিজের বিভিন্ন তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করতে হবে।
2. নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর, ইমেল আইডি, নাম, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।
3. বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের রঙিন ফটো, সিগনেচার এগুলি এক এক করে আপলোড করে দিন।
4. সবার শেষে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করে আবেদনের কাজ সম্পন্ন করুন।
অনলাইন আবেদনের সময়সীমা: আগামী 09/12/2023 তারিখের আগেই আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
Official Notification | Click Here |
Official Website/ Apply Online | Click Here |
Join Us On